Postgraduate Course Registration Fee Submission

Khulna University of Engineering & Technology

অনলাইন রেজিস্ট্রেশন করার নিয়মাবলীঃ

১) ২০২৪ শিক্ষাবর্ষের জানুয়ারী সেমিস্টারে নতুন শিক্ষার্থীদেরকে স্ব স্ব বিভাগ হতে User ID ও Password সংগ্রহ করে Online এ (https://academic.kuet.ac.bd/pg/) রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে

২) স্ব স্ব বিভাগীয় প্রধান কর্তৃক অফারকৃত কোর্স এর মধ্য থেকে যে সকল কোর্স নিতে ইচ্ছুক সে সকল কোর্স টিক (✓) চিহ্ন দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে । অতঃপর সংশ্লিষ্ট শিক্ষক, সুপারভাইজর (যদি থাকে), কোর্স কোঅর্ডিনেটর এবং বিভাগীয় প্রধানের সাথে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশনের অনুমোদন নিতে হবে। রেজিস্ট্রেশন অনুমোদনের পর অনলাইনে টাকা জমা দিতে হবে ।

যে সকল শিক্ষার্থীর পূর্ববর্তী সেমিস্টারের ফিস বকেয়া আছে তাদেরকে অবশ্যই বকেয়া পরিশোধ সাপেক্ষে চলতি সেমিস্টারের টাকা পরিশোধ করতে হবে । এ বিষয়ে এই +৮৮০২৪৭৭৭৩৩৫১-৭০ Ext.- ৭৭৫ নম্বরে যোগাযোগ করতে হবে । আরও উল্লেখ্য যে , টাকা জমা দেয়া এবং Online এ রেজিস্ট্রেশনের সময় কোন ধরণের সমস্যার সম্মুখীন হলে, [email protected] অথবা +৮৮০২৪৭৭৭৩৩৫১-৭০ Ext.- ৭৭৫ ও ৮১৮৭ নম্বরে বেলা ৫:০০ টার মধ্যে (অফিস বন্ধের দিন ব্যতীত) যোগাযোগ করতে হবে।